প্রকাশিত: Tue, Jan 30, 2024 9:41 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:29 PM

[১]ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট: ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব: [২] ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) তাদের রিপোর্টে বলেছে, দুর্নীতি সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বার্লিনভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার প্রতিবেদন রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট। কোনও জোট বা দেশের স্বার্থ সংরক্ষণে করা এসব অপবাদকে সরকার পরোয়া করে না।

[৩] মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।  

[৪] বিএনপির কালো পতাকা কর্মসূচিকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ কর্মসূচি প্রত্যাহার করা না হলে জনগণের জানমালের নিরাপত্তা পাহারায় যাবে আওয়ামী লীগ। সহিংসতা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

[৪] মন্ত্রী বলেন, আমরা এখন কাজে মনোনিবেশ করছি। মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। দেশের উন্নয়ন করতে গিয়ে জনস্বার্থ বিরোধী কর্মসূচি সহ্য কিংবা বরদাশত করা হবে না। দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। 

[৫] বিএনপি নেতাকর্মীদের মুক্তির বিষয়ে জাতিসংঘ বিবৃতির সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, যারা এই বিবৃতি দিয়েছে তারা ভুল রিপোর্ট ও ভুল তথ্যের ওপর এ ধরনের অভিযোগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর হিসাবে ১০ হাজারের বেশি বন্দি জেলে নেই। কোন হিসাবে ২৫ হাজার বন্দি আছে? জাতিসংঘ এবং কংগ্রেসম্যানরা যে বিবৃতি দিয়েছেন তা ভালোভাবে খতিয়ে দেখতে অনুরোধ করছি।

[৬] রাজধানীতে আজ মঙ্গলবার সমাবেশ ও শান্তি মিছিল করার কথা ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। আয়োজনটি স্থগিত করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পুলিশের অনুমতি না পাওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করেছি। সরকারি দল বলে কি নিয়ম মানবো না?

[৭] মন্ত্রিসভার আকার বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ হলে সেখান থেকে কেউ কেউ যুক্ত হতে পারেন। আবার প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করলে তো যে কোনো সময়েই কলেবর বাড়াতে পারেন। সম্পাদনা: সমর চক্রবর্তী